ঢাকায় নিয়োগ দেবে ওয়ালটন, ৪০ বছরেও আবেদনের সুযোগ

ঢাকায় নিয়োগ দেবে ওয়ালটন, ৪০ বছরেও আবেদনের সুযোগ

As an Amazon Associate, I earn from qualifying purchases.

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘হেড অব মনিটরিং’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
বিভাগের নাম: কাস্টমার সার্ভিস

বিজ্ঞাপন

পদের নাম: হেড অব মনিটরিং
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/এমএসসি/এমবিএ
অভিজ্ঞতা: ০৫-১০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩০-৪০ বছর
কর্মস্থল: ঢাকা (মিরপুর)

আবেদনের নিয়ম: আগ্রহীরা Walton Hi-Tech Industries PLC এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৪

সূত্র: বিডিজবস ডটকম

Ovik Parlin

Greetings! I am Ovik Parlin a passionate and versatile freelance article writer with a love for words and a knack for crafting compelling narratives. My journey in the world of writing has equipped me with the skills to transform ideas into engaging and informative articles that captivate readers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *