চাকরির সুযোগ দিচ্ছে এসিআই, নেবে একাধিক

চাকরির সুযোগ দিচ্ছে এসিআই, নেবে একাধিক

As an Amazon Associate, I earn from qualifying purchases.

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)। প্রতিষ্ঠানটির রিকভারি বিভাগ ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

 

যা যা প্রয়োজন

 

প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)

 

পদের নাম: ম্যানেজার

 

বিভাগ: রিকভারি

 

পদসংখ্যা: নির্ধারিত নয়

 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

 

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজের দক্ষতা

 

অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর

 

চাকরির ধরন: ফুলটাইম

 

কর্মক্ষেত্র: অফিসে

 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

 

বয়সসীমা: ৩৫ থেকে ৪৫ বছর

 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

 

বেতন: আলোচনা সাপেক্ষে

 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ট্যুর ভাতা, চিকিৎসা ভাতা, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।

 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

 

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৪ পর্যন্ত।

Ovik Parlin

Greetings! I am Ovik Parlin a passionate and versatile freelance article writer with a love for words and a knack for crafting compelling narratives. My journey in the world of writing has equipped me with the skills to transform ideas into engaging and informative articles that captivate readers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *